অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজের ফটো সাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংবাদিকরা। হামলায় জড়িতদের বিচার দাবি করেছেন তারা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হয়।
সমাবেশে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে বিভাষ দিক্ষিৎ বিপ্লব বলেন, ‘গত ৪ অক্টোবর রাতে চট্টগ্রাম টেরিবাজার এলাকার রাঘুনাথ বাড়ি মন্দিরে আমি স্ত্রী, সন্তান ও পরিজন নিয়ে পূজা দেখতে যাই। এসময় আমি ফেসবুকে পূজার লাইভ করছিলাম। এ সময় আসামি অর্জুন বিশ্বাস, একই এলাকার রঘুনাথ বাড়ির পিযুষ দত্তের ছেলে অভয় দত্ত ও পরিতোষ দেবের ছেলে ভূবন দেবসহ অজ্ঞাত আরও ২-৩ জন এসে লাইভে বাধা দেন। এক পর্যায়ে কয়েকজন আমার ওপর হামলা চালায়।’
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আসামিরা মামলা তুলে নেয়ার জন্য আমাকে হুমকি দিচ্ছে।’
সমাবেশে সাংবাদিকরা বিপ্লব ও তার পরিবারের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনত ব্যবস্থা নিতে পুলিশ এবং সরকারের প্রতি আহ্বান জানান।