বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুইস ব্যাংকের ঋণের টোপে লক্ষাধিক মানুষ

  •    
  • ২৫ অক্টোবর, ২০২২ ১৭:৫১

সুইস ব্যাংক থেকে বিনা সুদে ঋণ এনে দেয়ার প্রলোভন দেখিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ড) তথ্য হাতিয়ে নিয়েছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠান। শহর থেকে এই চক্রটি নেটওয়ার্ক গড়ে তুলেছে বিভিন্ন উপজেলার পাড়া-মহল্লায়।

গ্রামের মানুষের সরলতাকে পুঁজি করে আইডি কার্ডের তথ্যের পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ক্ষেত্রে গ্রামের নারী ও তরুণীদের ব্যবহার করছে চক্রটি।

স্থানীয় লোকজন জানান, বেশ কয়েকটি এলাকায় গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো করা হচ্ছে নারীদের। পরে সেখান থেকে শিক্ষিত ও কর্মক্ষম দেখে উপজেলাভিক্তিক নারী এজেন্ট নিয়োগ দেয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটি দাবি করছে, বাংলাদেশের যেসব কালোটাকা সুইস ব্যাংকে জমা পড়ে আছে সেগুলো কিছু দিনের মধ্যেই উদ্ধার করে গরিব-অসহায় ও কর্মমুখী মানুষের মধ্যে বিনা সুদে ঋণ দেয়া হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষদের জনপ্রতি সর্বোচ্চ ১ লাখ টাকা করে দেয়া হবে। আর যারা মোটামুটি স্বাবলম্বী, সচ্ছল ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের ১ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ১ কোটি টাকা দেয়া হবে। পরে প্রতি মাসে ১ হাজার টাকা করে কিস্তি দিলেই চলবে।

আইডি কার্ডের ফটোকপি সংগ্রহের সময় কার্ডপ্রতি ২০ থেকে শুরু করে হাজার টাকাও হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

করিমগঞ্জ উপজেলার দরগাভিটা গ্রামের বাসিন্দা সাফিয়া আক্তার বলেন, ‘বাবুল নামে এক দারোগা আর কয়েকজন মহিলা এসে বলেছেন, কিছুদিন পরে বিনা সুদে ১ লাখ টাকা দেবে। এখন শুধু আইডি কার্ড আর জনপ্রতি ১ হাজার করে টাকা জমা দিলেই চলবে। শুনলাম, অনেকেই দিতেছে। পরে আমিও আমাদের বাড়ির তিনজনের আইডি কার্ড আর ৩ হাজার টাকা জমা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বাবুল দারোগা বলছে, আগামী তিন মাসের মধ্যেই ঋণ পাওয়ার সম্ভাবনা আছে। যদি না হয় তবে টাকা ফেরত দেবে।’

উপজেলার জাঙ্গাল এলাকার বাসিন্দা মমতাজ বেগম বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ। বিভিন্ন এনজিওর ঋণ নিয়ে চলি। পরে পরিবারের সদস্যরা রোজগার করে কিস্তিতে সেই ঋণ পরিশোধ করে। কিন্তু কিছুদিন আগে পাশের বাড়ির একজন এসে বলল নতুন একটি সংগঠন বিনা সুদে ঋণ দেবে। এখন শুধু আইডি কার্ড আর কাগজপত্র ফটোকপির জন্য ২০ টাকা করে জমা দিলেই চলবে। তখন আমিসহ বাড়ির পাঁচজনের আইডি কার্ড আর ১০০ টাকা জমা দিয়েছি।’

একই এলাকার কৃষক ফাইজ উদ্দিন জানান, ‘পুরো এলাকায় দেখলাম মানুষ খালি আইডি কার্ড নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। পরে শুনলাম, বাবুল দারোগা নাকি সুইস ব্যাংক থেকে বিনা সুদে ঋণ এনে দেবে। এ কথা শুনে সবার মধ্যে প্রতিযোগিতা চলছে কার আগে কে দেবে। পরে আমিও আইডি কার্ডের ফটোকপি জমা দিয়েছি।’

কৃষিকাজের পাশাপাশি মাছ চাষ করেন বাবুল মিয়া। করিমগঞ্জের জাঙ্গাল এলাকায় গিয়ে দেখা হয় তার সঙ্গে।

বাবুল বলেন, ‘এ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তবে কয়েক দিন আগে পিঠুয়া গ্রামের বাবুল দারোগা এসে আমাদের এখানে মিটিং করে গেছে। এই মিটিংয়ের বিষয়ে মসজিদের মাইকে ঘোষণা দেয়ার জন্য আমাকে অনুরোধ করে। তখন আমি মসজিদের হুজুরকে বলে মাইকে ঘোষণার ব্যবস্থা করি। ঘোষণা শুনে অনেক মানুষ তাদের আইডি কার্ডের ফটোকপি জমা দিয়েছে। আমি নিজেও দিয়েছি।’

মিটিংয়ে কী আলোচনা হয়েছিল এমন প্রশ্নে তিনি বলেন, ‘তিনি (বাবুল) বলে গেছেন, সুইস ব্যাংকে বাংলাদেশের যে কালোটাকা জমা পড়েছে, তা দেশে এনে গরিব, অসহায় ও কর্মমুখী মানুষের মধ্যে বিতরণ করে অবৈধ টাকা বৈধ করা হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের এক বাসিন্দা ওই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ফেরুনা আক্তার নামে একজনের নাম বলেন। তিনি ঢাকায় বাস করেন।

তিনি বলেন, ‘ফেরুনা আর বাবুল দারোগা মোবাইলে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করে আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করছেন। যাদের কাছ থেকে আইডি কার্ডের কপি নেন, তাদের মধ্যে শিক্ষিত এবং স্মার্ট দেখে প্রতিনিধি নিয়োগও দিচ্ছেন। পরে সেই কর্মীর মাধ্যমে কার্ড সংগ্রহ করেন তারা।’

তিনি আরও বলেন, ‘বিশ্বাস অর্জনের জন্য আইডি কার্ডের ফটোকপি নেয়ার সময় কারও সাথে আর্থিক লেনদেন করা হয় না। আইডি কার্ডের ফটোকপি জমা দেয়ার পরে দ্রুত ঋণ পেতে যারা আগ্রহ প্রকাশ করে তাদের কাছ থেকেই কৌশলে হাতে হাতে কিংবা বিকাশের মাধ্যমে অর্থ আদায় করছেন তারা।’

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িও যে বাবুল দারোগার কথা বলা হচ্ছে, তার আসল নাম এ এম ফজলুল কাদের বাবুল। চাকরির মেয়াদ শেষ হওয়ার ১০ বছর আগেই তিনি পুলিশের কনস্টেবল পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন। তবে স্থানীয়ভাবে তিনি দারোগা বাবুল নামেই পরিচিত। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে ওই প্রতিষ্ঠানটির তাড়াইল ও করিমগঞ্জের দায়িত্বে আছেন তিনি।

টানা দুই দিন বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর পরিচয় গোপন করে আইডি কার্ড জমা দেয়ার কথা বললে সাক্ষাতে রাজি হন তিনি। পরে সামনাসামনি সংবাদকর্মী পরিচয় শুনে সুর পাল্টে যায় তার।

বাবুল বলেন, ‘আমরা জনস্বার্থে কাজ করছি। এখানে আমাদের কোনো স্বার্থ নেই। ঢাকা অফিস থেকে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে এলাকা থেকে এনআইডি কার্ড সংগ্রহ করে ফরম পূরণ আকারে পাঠাতে। সুইস ব্যাংকের কালোটাকা দেশে এনে সাধারণ মানুষের মধ্যে দেয়া হবে। তাই আমরা এনআইডি কার্ড সংগ্রহ করে ঢাকায় পাঠাচ্ছি।

‘আমি ইতোমধ্যেই করিমগঞ্জ উপজেলা থেকে সাড়ে পাঁচ হাজার এনআইডির ফটোকপি ঢাকা অফিসে জমা দিয়েছি। অফিস থেকে বলা হয়েছে প্রতিজনকে ১ লাখ থেকে শুরু করে ১ কোটি টাকাও দেয়া হতে পারে। এ ঋণ সুদমুক্ত হবে। প্রতি মাসে ১ হাজার টাকা কিস্তিতে পরিশোধ করতে হবে।’

সুইস ব্যাংকের টাকা দেশে আনবেন কীভাবে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই দায়িত্ব আমাদের অফিসপ্রধান বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সাহেবের। আমাদের সংগঠনের নাম অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। এ নামে ইউটিউবে আমাদের একটা বড় চ্যানেলও আছে। আপনি চাইলে দেখতে পারেন।’

পরে তিনি জেলাপ্রধানের ফোন নাম্বার দেন।

‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামক প্রতিষ্ঠানটির তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার দায়িত্বে আছেন এ এম ফজলুল কাদের বাবুল ওরফে বাবুল দারোগা

কথিত অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে প্রতিষ্ঠানটির জেলাপ্রধান তথা কিশোরগঞ্জের দায়িত্বে আছেন ফেরুনা আক্তার। তিনি থাকেন রাজধানীর রায়েরবাগ এলাকায়। বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নে। তার সঙ্গে কথা হয় মুঠোফোনে।

ফেরুনা জানান, তাদের প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডি এলাকায় সিটি কলেজের পাশে। প্রতি শনিবার সেখানে বসেন তিনি। সংগঠনের চেয়ারম্যান তাকে কিশোরগঞ্জের দায়িত্ব দিয়েছেন। এরপর তিনি বিভিন্ন উপজেলায় গিয়ে মহিলাদের মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করেছেন। এখন আর নিজে মাঠপর্যায়ে যান না। তার মাধ্যমে দায়িত্বপ্রাপ্তরাই কাজ করছেন। এ পর্যন্ত জেলা থেকে সব মিলিয়ে লক্ষাধিক আইডি কার্ডের ফটোকপি তিনি কেন্দ্রীয় অফিসে জমা দিয়েছেন। তারা সবাই কিছুদিনের মধ্যেই বিনা সুদে ঋণ পাবেন।

ফেরুনা বলেন, ‘আপনাদের দোয়ায় কিশোরগঞ্জ থেকে লক্ষাধিক আইডি কার্ড সংগ্রহ করে দেয়ায় অফিস খুশি হয়ে সুনামগঞ্জের দায়িত্বটাও আমাকেই দিয়েছে।’

তবে আইডি কার্ডের ফটোকপি নেয়ার সময় টাকা নেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘মিথ্যা আশ্বাসে কারও জাতীয় পরিচয়পত্র হাতিয়ে নেয়া প্রতারণার শামিল। এনআইডি কার্ড ব্যক্তি ও রাষ্ট্রের সম্পদ। এনআইডি কার্ডের তথ্য প্রতারক চক্রের হাতে চলে গেলে ব্যক্তির ক্ষতির সম্ভাবনা আছে।’

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ইতোমধ্যেই বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। তিনি এ নিয়ে কাজ করছেন। শিগগিরই প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরো খবর