ঘূর্ণঝড় 'সিত্রাং'-এর কারণে উপকূলীয় এলাকায় সাড়ে চার হাজারের বেশি মোবাইল ফোন অপারেটরদের বিটিএস অচল হয়ে পড়েছে। ফলে সেসব এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বলছে, সোমবার সন্ধ্যা ৬টার আগে পর্যন্ত উপকূলীয় এলাকাগুলোয় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ৪ হাজার ৫৬৩টি সাইট অচল হয়ে পড়ে।
তবে বৈরী আবহাওয়ার মধ্যেই কিছু বিটিএস চালু করেছে অপারেটররা। অন্য সব অচল হয়ে পড়া বিটিএস ধীরে ধীরে চালু করা হচ্ছে। বিটিএস চালু হলেই ফিরতে শুরু করবে সেসব এলাকার মোবাইল ইন্টারনেটসহ অন্য সব সেবা।
নিয়ন্ত্রক সংস্থা জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সোমবার পর্যন্ত গ্রামীণফোনের ১ হাজার ৬৮৩, রবি আজিয়াটার ১ হাজার ৩৬৩, বাংলালিংকের ১ হাজার ৭৫ ও রাষ্ট্রায়ত্ত টেলিটকের ৪৩৮টি সাইট অচল হয়ে পড়ে। এতে দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোয় মোবাইল সেবা ব্যাহত হয়।
বৈরী আবহাওয়ার মধ্যেই বিভিন্ন অপারেটর সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ৬৮৪ সাইট সচল করে। ফলে সচল হওয়া এলাকায় মোবাইল সেবা পেতে শুরু করেন গ্রাহকরা।
বিটিআরসি জানায়, সোমবার সন্ধ্যা পর্যন্ত গ্রামীণফোন ৫৩৪টি, রবি ৮০টি, বাংলালিংক ২টি এবং টেলিটক ৬৮টি সাইট পুনরায় সচল করতে পেরেছে।