টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের পেছনে ধাক্কা লেগে মাইক্রোবাসে থাকা দুই পুলিশ ও এক আসামি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোলাবাড়ি এলাকায় সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ ফাঁড়ির সদস্য নুরুল ইসলাম ও সোহেল রানা এবং আসামি লালন।
স্থানীয় লোকজনের বরাতে ওসি জানান, ধর্ষণ মামলার আসামি লালনের মেডিক্যাল পরীক্ষা শেষে মাইক্রোবাসে করে পুলিশের একটি টিম ঢাকা থেকে জামালপুর ফিরছিল। গোলাবাড়ি এলাকায় এলে মাইক্রোটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আসামি লালন ও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুই পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিক্যালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপর পুলিশ সদস্য।
মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে পুলিশ সদস্যদের মরদেহ আগে যার যার কর্মস্থলে পাঠানো হবে।