প্রবল ঘূর্ণিঝড় সিত্রাং-এর আঘাতে উপকূলের ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সচিবালয়ে এক ব্রিফিংয়ে মঙ্গলবার তিনি এ তথ্য জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘সিত্রাং উপকূলীয় এলাকায় আঘাত করেছে। বিদ্যুতের অবকাঠামোগুলো ব্যাপক ক্ষতি করেছে। প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন আছে। ট্রান্সমিশনে আঘাত হয়নি, আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। বিকেলের মধ্যে প্রায় ৭০ শতাংশ গ্রাহকের বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হবে এবং আগামীকাল দুপুরের মধ্যে সম্পূর্ণ বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হবে।’
প্রতিমন্ত্রী নসরুল বলেন, ‘আমাদের প্রায় ৪ কোটি ৮০ লাখের মতো গ্রাহক। এখন প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আট শতাধিক পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। পিডিবিসহ সবমিলিয়ে প্রায় দেড়-দুই হাজার পোল ক্ষতিগ্রস্ত হয়েছে।
‘আমরা আশা করছি আজ বিকেলের মধ্যে প্রায় ৭০ শতাংশ গ্রাহকের বিদ্যুতের ব্যবস্থা করতে পারব। ট্রান্সমিশনের আমাদের খুব বড় রকমের আঘাত হয়নি। বড় ধরনের আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। সেখানে তার ছিঁড়ে গেছে। গাছ উপড়ে গিয়ে লাইনের ক্ষতি করেছে। অনেক জায়গায় পোল (বিদ্যুতের খুঁটি) পড়ে গেছে, ভেঙে গেছে। প্রচুর জায়গাতে সমস্যা দেখা গেছে। তার ছিঁড়ে যাওয়ার কারণে সে এলাকায় আমরা বিদ্যুৎ সম্পূর্ণ বন্ধ রেখেছি। অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা থাকে, সম্পূর্ণভাবে রিস্টোর না করা পর্যন্ত আমরা বিদ্যুৎ চালু করব না।’
ভোলা, পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর, চট্টগ্রাম, লক্ষীপুর, নোয়াখালীতে বিদ্যুৎ বিভাগ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
কি পরিমাণ ক্ষতি হয়েছে সে তথ্য এখনও হাতে আসেনি বলে জানান তিনি।
নসরুল হামিদ বলেন, ‘টাকার অঙ্ক এই মুহূর্তে আমাদের কাছে আছে। সে বিষয়টি আমরা এখন বলতে চাই না। বেশ ক্ষতি হয়েছে। বিশেষ করে সাবস্টেশনগুলোতে পানি উঠে গেছে।’