বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্তিত্ব হারাতে হারাতে ভারতের দিকে যাচ্ছে সিত্রাং

  •    
  • ২৫ অক্টোবর, ২০২২ ১৩:২৯

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘এটি লঘুচাপ আকারে ধীরে ধীরে ভারতের দিকে চলে যাচ্ছে। আর কিছু সময়ের মধ্যে এটার অস্তিত্ব থাকবে না। আমরা সকাল ৯টায় বলেছি ছয় ঘণ্টার মধ্যেই সিত্রাং থাকবে না। কিছু সময় পর এটির কেন্দ্রভাগ আর পাওয়া যাবে না।’

উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় 'সিত্রাং' আস্তে আস্তে লঘুচাপ আকারে ভারতের মেঘালয়ের দিকে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই এটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বজলুর রশিদ মঙ্গলবার দুপুরে নিউজবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এটি লঘুচাপ আকারে ধীরে ধীরে ভারতের দিকে চলে যাচ্ছে। আর কিছু সময়ের মধ্যে এটার অস্তিত্ব থাকবে না। আমরা সকাল ৯টায় বলেছি ছয় ঘণ্টার মধ্যেই সিত্রাং থাকবে না। কিছু সময় পর এটির কেন্দ্রভাগ আর পাওয়া যাবে না।’

উপকূলের অবস্থা ভালোর দিকে যাবে উল্লেখ করে বজলুর রশিদ বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৩ নম্বর সতর্কসংকেত রেখেছি, কারণ সাগর এখনো একটু উত্তাল আছে। আমরা বিকেল বা সন্ধ্যার দিকে সংকেত উঠিয়ে নেব।’

বৃষ্টিপাত তেমন হবে না জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ‘বৃষ্টি নেই তেমন। হচ্ছেও না কোথাও সেভাবে। আকাশ কিছু অঞ্চলে মেঘলা থাকবে তারপর পরিষ্কার হবে।’

সোমবার রাত ৯টার দিকে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে সিত্রাং। এরপর কমতে থাকে প্রভাব। তবে মঙ্গলবার সকালেও অনেক এলাকায় বৃষ্টির খবর মিলেছে। সিত্রাংয়ের প্রভাবে দেশজুড়ে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর এসেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, পানিতে ডুবেছে অনেক এলাকা, গাছপালা উপড়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, সিত্রাংয়ে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশালে ৩২৪ মিলিমিটার। এরপর আছে মাদারীপুর ৩১৫ মিলিমিটার। রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৫৫ মিলিমিটার।

সিত্রাং অতিক্রম করা ভোলা ও খেপুপাড়ায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল যথাক্রমে ২১৮ ও ২৩২ মিলিমিটার। এ ছাড়া দেশের দক্ষিণ ভাগের অঞ্চলগুলোতে গড় বৃষ্টিপাত ছিল ২০০ মিলিমিটারের ওপরো বৃষ্টির আওতামুক্ত ছিল উত্তরাঞ্চলের জেলাগুলো।

সকাল ৯টায় আবহাওয়ায় অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাং উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দ্রুত দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

এটি নেত্রোকোণা এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে।

রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

এ বিভাগের আরো খবর