বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উপড়ে পড়া গাছ সরাতে আসেনি বন বিভাগ

  •    
  • ২৫ অক্টোবর, ২০২২ ১২:৩৪

হাইওয়ে জোনের কুমিল্লা পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অন্তত ১০টি স্পটে গাছ উপড়ে পড়ে। এ ছাড়াও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কেও কয়েকটি জায়গায় গাছ উপড়ে পড়ে। রাতভর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে গাছ অপসারণ করি।’

ঘূর্ণিঝড় 'সিত্রাং'-এর প্রভাবে গাছ উপড়ে পড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল ব্যাহত হলেও তা এখন স্বাভাবিক। রাতভর বিভিন্ন স্থানে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয় লোকজনের অভিযোগ, জেলার অধিকাংশ এলাকায় এখনো বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হয়নি। উপড়ে পড়া গাছগুলো বন বিভাগের হলেও সড়কে পড়ে থাকা গাছ সরাতে কোনো তৎপরতা দেখা যায়নি কর্তৃপক্ষের।

হাইওয়ে জোনের কুমিল্লা পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অন্তত ১০টি স্পটে গাছ উপড়ে পড়ে। এ ছাড়াও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কেও কয়েকটি জায়গায় গাছ উপড়ে পড়ে। রাতভর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে গাছ অপসারণ করি।’

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ‘হাইওয়েতে এখন আর কোনো গাছ নেই। সব অপসারণ করা হয়েছে।’

পিডিবি কুমিল্লা-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘শহরের অংশে বিদ্যুৎ সঞ্চালন ভালো আছে। তবে শহরের বাইরে অধিকাংশ জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ আছে, কাজ চলছে। সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ সঞ্চালন ঠিক হয়ে যাবে।’

বন বিভাগের অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করছেন সরকারী দপ্তরের কর্মকর্তারা।

কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, 'সব গাছ আমাদের না। কিছু গাছ আছে সড়ক ও জনপদের। আমরা চেষ্টা করছি আমাদের অধীন যেসব উপচে পড়া গাছ আছে সেগুলো অপসারণে কাজ করতে।'

এ বিভাগের আরো খবর