সিরাজগঞ্জে বৈরী আবহাওয়ায় যমুনায় নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় যমুনার একটি শাখা নদীতে সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন পূর্বমোহনপুর গ্রামের খোকনের স্ত্রী ২৮ বছর বয়সী আয়েশা খাতুন ও তার ছেলে ২ বছরের আরাফাত হোসেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সোমবার রাতে নৌকায় করে মোহনপুর গ্রাম থেকে পূর্ব মোহনপুর গ্রামে একই পরিবারের ৬ জন যাচ্ছিলেন। ৯টার দিকে পূর্ব মোহনপুর এলাকায় যমুনার শাখা নদীতে এলে ঝড়ের প্রভাবে তীব্র বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়।
স্থানীয় ও বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও মারা যায় শিশু আরাফাত। উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরাফাতের মা আয়শা সিদ্দিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।