মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নাটোরে।
সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হামলাকারী যুবক আল-আমিনকে অভিযুক্ত করে পরে সদর থানায় একটি অভিযোগ দেন ভুক্তভোগী সিরাজ ভুঁইয়া। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আল-আমিন। তিনি শ্রীধরপুর মুচির মোড় এলাকার আবু বক্করের ছেলে।
সিরাজ ভুঁইয়া জানান, কয়েক বছর ধরে আল-আমিন তার মেয়েকে পথেঘাটে উত্ত্যক্ত করে আসছিলেন। সম্প্রতি এর মাত্রা বেড়ে গেলে তিনি মেয়েকে বিয়ে দিয়ে দেন।
এ অবস্থায় স্বামীকে নিয়ে মেয়ে বেড়াতে এলেই তাদের নানাভাবে বিরক্ত ও হেনস্তা করতেন আলামিন। বিষয়টি পরে তার পরিবারকেও জানানো হয়।
তারপরও ২২ অক্টোবর বাড়ির সামনেই অপমানজনক কথা বললে থানায় গিয়ে অভিযোগ করেন সিরাজের মেয়ে। এতেও কোনো কাজ হয়নি।
সোমবার সকালে মেয়েকে আবারও উত্ত্যক্ত করলে সিরাজ ভুঁইয়া এর প্রতিবাদ করেন। এ সময় সিরাজকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান আল-আমিন। পরে স্থানীয় লোকজন সিরাজকে উদ্ধার কবে সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসীন জানান, তারা অভিযোগ পেয়েছেন। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।