দেশত্যাগের চেষ্টার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক উত্তরার লেকভিউ বারের মালিক মোক্তার হোসেনকে আগাম জামিনের নথি দেখিয়ে ছাড়া পেয়েছেন।
রোববার দিবাগত রাতে মুক্তার দেশত্যাগের চেষ্টার সময় এ ঘটনা ঘটে।
তাকে আটকের পরে খবর দেয়া হয় ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশকে। আদালত থেকে আগাম জামিনের নথি দেখিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছাড়া পান তিনি।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার আকরামুল হোসেন।
তিনি বলেন, ‘বিমানবন্দরের ইমগ্রেশন পুলিশ মুক্তার হোসেনকে আটক করে। পরে তারা ডিবি পুলিশকে খবর দেয়। তবে আদালত থেকে আগাম জামিনের নথি দেখানোর কারণে তাকে ছেড়ে দেয়া হয়।’
আরও পড়ুন: রাজনীতিক আর সাবেক আমলায় বেপরোয়া মোক্তার
বিমানবন্দর সূত্রে জানা যায়, ডিবির করা মাদকের মামলার মোক্তার দেশ ছেড়ে মালয়েশিয়ায় পালানোর সময় এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ আটক করে। তিনি অন্তর্বর্তী জামিনের একটি ছবি দেখান। কিন্তু সেটাতে দেশের বাইরে যাওয়ার অনুমতি নেই। পরে অন্তর্বর্তী জামিনের মূল কাগজের জন্য আইনজীবীকে ডেকে পাঠান মোক্তার। পরে ভোর ৬টার দিকে আইনজীবী জামিনের কাগজ দেখালে মোক্তারকে ছেড়ে দেয় ইমিগ্রেশন।
রাজধানীর উত্তরায় কিংফিশার রেস্টুরেন্ট ও লেকভিউ বারে ডিবির অভিযানে জব্দ করা হয় ৫০০ বোতল বিদেশি মদ ও প্রায় ছয় হাজার ক্যান বিয়ার। গ্রেপ্তার করা হয় ৩৫ জনকে। অভিযানের পর ডিবির পক্ষ থেকে জানানো হয়, ওই রেস্টুরেন্ট ও বারে অসামাজিক কার্যকলাপ চলে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করে ডিবি পুলিশ, যার ১ নম্বর আসামি করা হয় বার মালিক মোক্তার হোসেনকে।