নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান ও সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আবারও একই মঞ্চে দেখা গেছে। পাশাপাশি চেয়ারে বসে থাকলেও পরস্পর কোনো কথা বলেননি। তার পরও একসঙ্গে তাদের দেখে খুশি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।
দুই যুগের বেশি সময় পর জেলার নেতা-কর্মীরা হয়েছিলেন একত্র। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত আসে একের পর এক মিছিল।
সেখানেই মঞ্চে ছিলেন মেয়র আইভী। তার কিছুক্ষণ পরই হাজির হন সংসদ সদস্য শামীম ওসমান। বসেন পাশাপাশি। নেতা-কর্মীরা বেশির ভাগ সময় তাদের দিকে তাকিয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন কে কী বলেন।
তবে একসঙ্গে সম্মেলনে থাকলেও যেন পুরোনো দ্বন্দ্ব ভোলেননি তারা। এর আগে গত বছরের শুরুর দিকে একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।
আওয়ামী লীগের দুই নেতাকে একসঙ্গে একই মঞ্চে পেয়ে ওবায়দুল কাদেন বলেন, ‘এরাই নারায়ণগঞ্জের শক্তি।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন পর আজকে প্রথম আমি সশরীরে সম্মেলনে উপস্থিত হয়েছি। শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভীকে এক মঞ্চে পেয়ে আমার উপস্থিতি সফল হয়েছে।’
আওয়ামী লীগের নেতা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শামীম ফাইটার পলিটিশিয়ান। তার সঙ্গে নারায়ণগঞ্জে পরপর তিনবার নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। সামনে কঠিন দিন আসছে। মোকাবিলা করতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে অবশ্য সেলিনা হায়াৎ আইভী সংসদ সদস্য শামীম ওসমানকে কিছুটা কটাক্ষ করে কথা বলেন। তার নামে নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন শুনে আইভী বলেন, ‘এখানে শুধু ভাইয়ের নামে স্লোগান শুনছি। কোনো ভাইয়ের নামে নয়, শেখ হাসিনার নামে স্লোগান হবে। এখানে আসার পর দেখছি, শুধু ভাই আর ভাইদের স্লোগান । নেত্রীর নামে স্লোগান দিতে দেখলাম না।’
তিনি বলেন, ‘দেশ-বিদেশে যখন প্রচুর ষড়যন্ত্র হচ্ছে, সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের মাধ্যমে রাজনীতি করতে হবে। ঐক্যবদ্ধ রাজনীতির বিকল্প নাই। খুন, গুম, হত্যার রাজনীতি বন্ধ করে দিয়ে, সাধারণ মানুষের রাজনীতি চাই। নিজেদের শক্তি প্রদর্শন করার প্রয়োজন নাই। জনগণের কাছে গিয়ে আওয়ামী লীগের সব কাজ তুলে ধরতে হবে। স্লোগানে স্লোগানে মুখরিত হতে হবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কথা।’
আইভীর পর বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বলেন, ‘মানুষ তৃণমূলের নেতা-কর্মীদের মন জয় দেখতে চায়। হাইব্রিডের ধাক্কা খেতে চায় না। গত কমিটিতে এমন লোক ছিল যাদের একজন, দুজনকে আমি চিনি নাই। সবাইকে স্থান দিতে পারবেন না, তবে সবচেয়ে ত্যাগী নেতারা যেন থাকে।’
শামীম ওসমান বলেন, ‘আকাশে শকুন উড়ছে। মানচিত্রে থাবা দেবে। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে ও থাকবে। আমাদের নেত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় বসে আছে কখন রাজপথে নামতে হবে।’
নারায়ণগঞ্জে শামীম ওসমান ও আইভীর দ্বন্দ্ব দীর্ঘদিনের। শামীম ওসমানকে ‘ছিঁচকে গুণ্ডা’ থেকে শুরু করে বিভিন্ন সময় ‘গডফাদার’ বলেছেন আইভী। আবার তাকে নিয়েও নানা সময় মন্তব্য করেছেন শামীম ওসমান।
তাদের দ্বন্দ্বের মধ্যেই শহরে হকার উচ্ছেদ দিয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর হামলার ঘটনা সারা দেশে আলোচিত হয়।