বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুয়েট মসজিদের পেছনে কর্মচারীর ক্ষতবিক্ষত মরদেহ

  •    
  • ২৩ অক্টোবর, ২০২২ ২২:১২

শরিফুল ইসলাম বলেন, ‘আমরা ধারণা করছি, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি, নিহত ব্যক্তি বুয়েটের সিনিয়র পেইন্টার হিসেবে চাকরি করতেন। তিনি বুয়েটের ভেতরেই থাকতেন। ময়নাতদন্তের প্রতিবেদনের পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

রাজধানীর চকবাজারের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের মসজিদের পেছন থেকে ওলিয়ার রহমান নামের ৫২ বছর বয়সী এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওলিয়ার রহমান বুয়েটের সিনিয়র পেইন্টার হিসেবে চাকরি করতেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম বলেন, ‘আমারা বিকেল ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়।’

তিনি জানান, ওলিয়ার রহমানের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

তার শরীরের আঘাতের চিহ্নের জায়গায় হলুদ মাখানো ছিল বলেও জানান তিনি।

শরিফুল ইসলাম বলেন, ‘আমরা ধারণা করছি, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি, নিহত ব্যক্তি বুয়েটের সিনিয়র পেইন্টার হিসেবে চাকরি করতেন। তিনি বুয়েটের ভেতরেই থাকতেন। ময়নাতদন্তের প্রতিবেদনের পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এ বিভাগের আরো খবর