বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

  •    
  • ২৩ অক্টোবর, ২০২২ ১৭:৪০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এই পদে নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে চাকরি প্রত্যাশীদের বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

২৮ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের (বিবি) সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এই পদে নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে চাকরি প্রত্যাশীদের বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল হক।

রিট আবেদন থেকে জানা গেছে, সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের জন্য গত ১০ মে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারী চাকরি প্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দেয়। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলা হয় বিজ্ঞপ্তিতে।

বিসিএস পরীক্ষা ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে ছাড় দিয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিডের কারণে যেসব মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও জাতীয়করণ প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি। ফলে ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স ৩০ হয়ে গেছে, তারা আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য সব নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

কিন্তু এই বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (সাধারণ) পদে জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় দেয়া হয়নি। এতে অনেক চাকরি প্রত্যাশী আবেদন থেকে বঞ্চিত হন।

পরে বঞ্চিত একজন চাকরি প্রত্যাশী নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় জারি করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন।

তারপরও তার আবেদনে সাড়া না দেয়ায় মির্জা রকিবুল হাসান নামের একজন চাকরি প্রত্যাশী বিষয়টি চ্যালেঞ্জ করে ১২ অক্টোবর হাইকোর্টে রিট করেন।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৮ অক্টোবর এই পদে অনুষ্ঠেয় পরীক্ষার কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করে।

এ বিভাগের আরো খবর