জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমনে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে তিনি এই প্রশংসা করেছেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে ঐতিহ্যগতভাবে কম কার্বন নির্গমনকারী দেশ হওয়া সত্ত্বেও উচ্চাভিলাষী জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন উদ্যোগের জন্য বাংলাদেশের প্রশংসা করেন জন কেরি।
জন কেরি মুদ্রাস্ফীতি হ্রাসবিষয়ক নতুন আইনসহ (আইআরএ) জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বাইডেন প্রশাসনের বেশ কয়েকটি পদক্ষেপও তুলে ধরেন।
জলবায়ু সংক্রান্ত ক্রিয়াকলাপ ও লক্ষ্যগুলোর জন্য বাংলাদেশের প্রশংসা করার পাশাপাশি জন কেরি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জলবায়ু উদ্যোগে যোগদানেরও আহ্বান জানান। উদ্দেশ্য, বাংলাদেশ যেন অন্যান্য বৃহৎ কার্বন নির্গমনকারীর জন্য একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে পারে এবং বিশ্ব জলবায়ু প্রক্রিয়ায় অর্থপূর্ণভাবে অংশগ্রহণ করতে তাদের উৎসাহিত করতে পারে।
জন কেরি গত বছর গ্লাসগোতে কপ-২৬ এর আগে জমা দেয়া উচ্চাভিলাষী ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের (এনডিসি) জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং এ বছরের নভেম্বরে শার্ম এল শেখে কপ-২৭ এর আগে আরও উচ্চাকাঙ্ক্ষার জন্য অনুরোধ করেন।
তিনি এনডিসি লক্ষ্য বাস্তবায়নের উপায় খুঁজে বের করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনেরও আশ্বাস দেন।
চিঠিতে জন কেরি গত বছর দশটি নতুন কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলে বাংলাদেশের ঘোষণাকে স্বাগত জানান।
তিনি ক্লিন এজ এশিয়া ইনিশিয়েটিভসহ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, ক্লিন এনার্জি ও এনার্জি এক্সেস লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি দেন।
কেরি উল্লেখ করেন, ইউএস স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ এনার্জি রিসোর্সেস বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানি ও প্যাসিফিক নর্থওয়েস্ট ল্যাবরেটরির মধ্যে নতুন অংশীদারত্ব প্রতিষ্ঠায় উন্মুখ হয়ে কাজ করছে।
জন কেরি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে কৃষি উদ্ভাবন মিশন ফর ক্লাইমেটে (এআইএমফোরসি) যোগদানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি উদ্যোগ যা শক্তিশালী উদ্ভাবন বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছে, যা কপ-এর মাধ্যমে ৮ বিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়ন অর্জনে সহায়তা করতে পারে।
তিনি চলতি বছরের ২৭ এপ্রিল অনুষ্ঠিত মহাসাগর সম্মেলনে গৃহীত প্রতিশ্রুতির জন্যও বাংলাদেশকে ধন্যবাদ জানান।