বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গণমাধ্যম বিএনপির সমাবেশের ছবি বড় করে দেখাচ্ছে: কাদের

  •    
  • ২৩ অক্টোবর, ২০২২ ১৪:৩৫

‘কয়েক হাজার লোক হলেই শুধু লক্ষ না, লক্ষ-লক্ষ বলা হয়। লাখ বলে বলে মনকলা খাচ্ছেন চিত্তকে সুখ দেয়ার জন্য।… চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনায় কত হয়েছে, সেটি সাংবাদিকরা দেখেছেন। এর সঙ্গে বাস্তবতার মিল নেই। গণমাধ্যমকর্মীরা এতদিন পর ঘুমিয়ে থাকাদের জেগে উঠতে দেখে বড় করে ছবি প্রচার করেছে।’

বিএনপির সমাবেশে যত মানুষ হয়, দলের নেতারা তার চেয়ে অনেক বেশি দাবি করছেন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এও বলেছেন, গণমাধ্যমগুলো এমনভাবে ছবি তোলে যাতে সমাবেশগুলোকে বেশ বড় বলে মনে হয়।

চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের বিষয়ে এক প্রশ্নে রোববার ক্ষমতাসীন দলের নেতা এসব মন্তব্য করেন। তিনি আবার দাবি করেন, ময়মনসিংহ ও খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে বাস বন্ধ হয়ে যাওয়ার যে ঘটনা ঘটেছে, তাতে সরকারের হাত ছিল না। বিএনপি যে বাধার অভিযোগ করেছে, সেই পরিপ্রেক্ষিতে দলটি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের সমাবেশের আগে কী কী হতো সেটিও তুলে ধরেছেন তিনি।

কাদের বলেন, ‘কয়েক হাজার লোক হলেই শুধু লক্ষ না, লক্ষ-লক্ষ বলা হয়। লাখ বলে বলে মনকলা খাচ্ছেন চিত্তকে সুখ দেয়ার জন্য।… চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় কত হয়েছে, সেটি সাংবাদিকরা দেখেছেন। এর সঙ্গে বাস্তবতার মিল নেই।’

আওয়ামী লীগ নেতার দাবি, গণমাধ্যমে এসব সমাবেশের যেসব ছবি এসেছে তাতে ক্যামেরার অ্যাঙ্গেল এমনভাবে ধরা হয়েছে, যাতে জনসভাস্থল লোকে লোকারণ্য মনে হয়। তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীরা এতদিন পর ঘুমিয়ে থাকাদের জেগে উঠতে দেখে বড় করে ছবি প্রচার করেছে।’

সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১ (এমআরটি লাইন-১)-এর নির্মাণকাজ তদারকির জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি ও পরামর্শক প্রতিষ্ঠান জাপানের নিপ্পন কয়ই জেভির সঙ্গে চুক্তি সইয়ের পর এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বিএনপির কর্মসূচির জবাবে আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দেবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে কীসের পাল্টাপাল্টি? প্রতিদিন আমাদের প্রোগ্রাম হচ্ছে। লাখ লাখ লোক দেখবেন? আসেন। ২৯ তারিখ ঢাকা জেলার সম্মেলন করব, সেখানে আসেন।’

জাপানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাধা কাকে বলে ভুলে গেছেনঅন্য এক প্রশ্নের জবাবে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের কর্মসূচিগুলোতে কী হতো, সেটি তুলে ধরেন ওবায়দুল কাদের। বলেন, ‘ভুলে গেছেন, আওয়ামী লীগের অফিসের সামনে ফুটপাতের ওপর আমরা মিটিং করতে পারিনি? বাধা কাকে বলে। মোহাম্মদ নাসিম নেই, মতিয়া চৌধুরীকে পেটানো হয়েছে। সাধারণ একটা সমাবেশে আব্দুস সামাদ আজাদকেও রেহাই দেওয়া হয়নি, তিনিও হাসপাতালে গেছেন।

‘বিএনপি বাধার কথা বলে, জাতীয় পার্টিও বলছে তাদের রাস্তায় নামতে দেয়া হচ্ছে না। এ অবস্থা তো আমাদের ওপরও ছিল। কি না করেছে তারা? বিএনপি ক্ষমতায় থাকাকালীন পাঁচ বছরে পাঁচ সপ্তাহও আমরা ঘরে থাকতে পারিনি। কিন্তু তারা সবাই নিজের ঘরে অবস্থান করছেন। মরা গাঙ্গে জোয়ার আর আসবে না।’

ময়মনসিংহ ও খুলনায় বিএনপির সমাবেশের আগে বাস ধর্মঘট নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘চট্টগ্রামে কি বাস বন্ধ ছিল? বাস-মালিকদের সেটি জিজ্ঞাসা করুন। বেসরকারি গাড়ি চালাবে কি চালাবে না, সেটি আমি জোর করতে পারি না। আমার বিরুদ্ধে যখন (ধর্মঘট) করে তখন আপনারা দেখেন না?’

‘আমরা ফাইটার, ফাইট করব’সরকারকে পদত্যাগ করে নিরাপদে সরে যেতে বা সেফ এক্সিট নিতে ক্ষমতাসীনদের প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আহ্বান জানিয়েছেন, তারও জবাব দেন আওয়ামী লীগ নেতা।

এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘ফখরুল সাহেবের নিজের সেফ এক্সিট নেই। তার নিজেরই সেটা দরকার। যেভাবে লাঠিসোঁটা নিয়ে নেমেছেন এবং আবার অগ্নি-সন্ত্রাসের আভাস দিচ্ছেন- এর পরিণাম শুভ হবে না।

‘আমরা এক্সিট করব না, আমরা ফাইটার, ফাইট করব। বন্দুকের নল আমাদের ক্ষমতার উৎস নয়। আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে ষড়যন্ত্র নেই। সেফ এক্সিট নির্বাচন, এটি সবার জন্য সেফ এক্সিটের জায়গা। আপনারা পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন।’

নির্বাচন আয়োজনে বিএনপির দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না বলেও জানিয়ে দেন ক্ষমতাসীন দলের নেতা। বলেন, ‘অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। যাদের কাছে নালিশ করেন তাদের কোথায় তত্ত্বাবধায়ক আছে? এই ভূত মাথা থেকে নামান।

‘নির্বাচনে আসেন, আমরা প্রস্তুত আছি। জনগণ আপনাদের চাইলে, আমরা সেটিকে গ্রহণ করব। ওটা ডিসাইড করার ক্ষমতা জনগণের।’

পালিয়েছেন তো তারেক

আওয়ামী লীগকে পালাতে হবে বলে বিএনপির সমাবেশ থেকে আসা বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের তারেক রহমানের কথা তুলে ধরে বলেন, ‘পালিয়েছেন আপনারা, পালানোর দল বিএনপি। কেউ যদি বলে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোথায়? তিনি তো পালিয়ে আছেন।

‘আওয়ামী লীগ কি পালানোর দল? তারা কেন পালাবে? পালিয়েছেন যিনি আপনাদের মূল নেতা, যিনি টেমস নদীর পার থেকে ফরমায়েশ দেন। যার নির্দেশে চলেন তিনি তো কাপুরুষের মতো মুচলেকা দিয়ে পালিয়েছেন লন্ডনে। দেশে ফেরার সৎ সাহস পেলেন না। তিনি নাকি আবার গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেবেন! পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।’

এ বিভাগের আরো খবর