এসআই মাহমুদুল হাসান বলেন, ‘আইডিবি ভবনের সামনে ওই বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত ১১টায় চিকিৎসক মৃত বলে জানান।’
রাজধানীর কাকরাইলে গাড়ির ধাক্কায় অলিউল্লা মোল্লা নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার রাত সোয়া ১০টার দিকে কাকরাইলের আইডিবি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৬০ বছর বয়সী অলিউল্লার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামে। তাবলিগ জামাতে যোগ দিতে তিনি কাকরাইলে এসেছিলেন।রমনা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, ‘রাতে ৯৯৯-এ কলের মাধ্যমে দুর্ঘটনার খবর পাই। দ্রুত আইডিবি ভবনের সামনে গিয়ে ওই বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত ১১টায় চিকিৎসক তাকে মৃত বলে জানান।’
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।