রাজধানীর ধানমন্ডি লেক থেকে শাহাদাত হোসেন মজুমদার নামের এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহের অদূরে রক্তাক্ত ছুরি পাওয়া গেছে।
৫০ বছর বয়সী শাহাদত মেরিন প্রকৌশলী ছিলেন। একটি বিদেশি কোম্পানির জাহাজে চিফ প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
শাহাদাত চাঁদপুরের হাজীগঞ্জের আব্দুল বারী মজুমদারের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর কলাবাগান এলাকায় বাস করতেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম আলী জানান, শাহাদাত জাহাজে কর্মরত থাকায় ছয় মাস বিদেশ থাকতেন আর ছয় মাস দেশে। তিনি শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে ধানমন্ডি লেকে হাঁটাহাঁটি করতে যান। দীর্ঘ সময় পরও তিনি বাসায় না ফিরলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তার পরিবারের সদস্যরা। পরে কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে ধানমন্ডি থানায় যোগাযোগ করা হয়।
ওসি বলেন, ‘পরে ধানমন্ডি লেকের পার থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
‘এটা ছিনতাইয়ের ঘটনাও হতে পারে অথবা পূর্ব শত্রুতার কারণেও হতে পারে। সব বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি। ঘটনাস্থলের ১০ গজ দূর থেকে ছুরি উদ্ধার করা হয়েছে।’
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি একরাম।