বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনায় পুলিশ-বিএনপি সংঘর্ষের মামলায় আসামি ১৭০

  •    
  • ২৩ অক্টোবর, ২০২২ ১১:৩৭

মামলার এজাহারে বলা হয়েছে, ‘শনিবার দুপুরে বিএনপির সমাবেশে আসা অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ১৭০ ব্যক্তি খুলনা রেলওয়ে স্টেশনে হামলা করেছে। ওই সময়ে স্টেশনের ২৫টি গ্লাস ভাঙচুর করা হয়। রেলস্টেশন ভাঙচুর, স্টেশনের নিরাপত্তাকর্মী ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা হয়েছে।’

খুলনা রেলস্টেশনে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে ১৫০ থেকে ১৭০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার শনিবার রাত ১০টার দিকে এ মামলা করেন।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘শনিবার দুপুরে বিএনপির সমাবেশে আসা অজ্ঞাত ১৫০ থেকে ১৭০ জন ব্যক্তি খুলনা রেলওয়ে স্টেশনে হামলা করেছে। ওই সময়ে স্টেশনের ২৫টি গ্লাস ভাংচুর করা হয়। রেলস্টেশন ভাংচুর, স্টেশনের নিরাপত্তা কর্মী ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা হয়েছে।’

ওসি বলেন, ‘যেহেতু ভাঙচুর ও হামলা করেছে বিএনপি নেতা-কর্মীরা, তাই মামলায় অজ্ঞাত বলা হলেও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরই গ্রেপ্তারে অভিযান চলছে।’

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘সমাবেশে আসা নেতা-কর্মীরা রেলস্টেশনে নিজেরাই সংঘর্ষে জড়ান। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।’

তবে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং পুলিশ তাণ্ডব চালিয়েছে। পথে পথে নেতা-কর্মীদের বাধা দেয়া হয়েছে; তাদের আটক করা হয়েছে। ট্রেনে যারা সমাবেশে এসেছে, তাদের ওপর হামলা চালানো হয়েছে।’

শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে আসার পথে ট্রেন স্টেশনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান নেতা-কর্মীরা।

এ বিভাগের আরো খবর