চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জিয়ানগর এলাকায় ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটেছে।
শনিবার রাত পৌনে ৯টার দিকে পৌর যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে শহিদ ও তার ৫৫ বছর বয়সী মা ফাহমিদা বেগম গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় শহিদ ও তার মাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাদের রাজশাহীতে পাঠিয়েছেন।চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ আনসারুল জানান, রাত ৯টা ১৫ মিনিটে হাসপাতালে তাদের আনা হয়। শহিদের মুখ ও তার মায়ের হাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহানের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।