বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দোছড়ি সীমান্তে গুলির শব্দ, স্থানীয়দের সরিয়ে নেয়া হচ্ছে  

  •    
  • ২২ অক্টোবর, ২০২২ ১৯:৫২

দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. এমরান সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার রাতে মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। এর পরে শনিবার দুপুর ১টার দিকে একটা গুলি দোছরি বাজারের পশ্চিম দিকে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।’

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দোছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার অংশে প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এ ঘটনায় বাংলাদেশের সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার রাত থেকে দোছড়ি ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ৪৮-৪৯ নম্বরের কাছাকাছি গুলির শব্দ পাওয়া যায়।

দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. এমরান সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার রাতে মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। এর পরে শনিবার দুপুর ১টার দিকে একটা গুলি দোছরি বাজারের পশ্চিম দিকে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিলে মাইকিং করে সীমান্তের কাছাকাছি বাসিন্দাদের আত্মীয়দের বাড়িতে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। যাদের কাছাকাছি আত্মীয় নেই, তাদেরকে ইউনিয়ন পরিষদ কার্যালয় অথবা স্কুলে এসে আশ্রয় নিতে বলা হয়েছে।’

সীমান্তে গুলির বিষয়ে জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষ চলছে। আজকে গোলাগুলির শব্দ পেয়েছি। বাংলাদেশের ভূখণ্ডে কোনো ধরনের অঘটনের ঘটনার তথ্য আমাদের কাছে নেই। ওদের ভেতরেই পড়েছে, যেটা মাঝে মাঝে হয়ে থাকে। টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে। তবে সেগুলো তাদের সীমান্তেই পড়েছে বলে আমরা নিশ্চিত করেছি।’

বাংলাদেশের সীমান্তে গুলি এসে পড়ার ঘটনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমাদের জানা নেই। আজকে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার সময় এই শব্দ পাওয়া গেছে বিভিন্ন সীমান্তে।’

এ বিভাগের আরো খবর