বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘোড়াঘাটের ইউএনওকে হত্যাচেষ্টা মামলার রায় ৮ নভেম্বর

  •    
  • ২২ অক্টোবর, ২০২২ ১৯:২১

বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতে মামলার পুনঃযুক্তিতর্ক শুনানি ছিল। শুনানি শেষে বিচারক বেগম সাদিয়া সুলতানা ৮ নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করেন।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলার রায় ৮ নভেম্বর।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক বেগম সাদিয়া সুলতানা রায়ের এই তারিখ নির্ধারণ করেন।

দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতে মামলার পুনঃযুক্তিতর্ক শুনানি ছিল। শুনানি শেষে বিচারক বেগম সাদিয়া সুলতানা ৮ নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করেন।

এর আগে ৪ অক্টোবর রায় ঘোষণার তারিখ ছিল। এই আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় বদলি হন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালত নতুন বিচারক বেগম সাদিয়া সুলতানা যোগ দিয়ে ২০ অক্টোবর পুনঃযুক্তিতর্ক শুনানি তারিখ দেন।

আদালত সূত্র জানায়, দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে প্রথম থেকে মামলাটির কার্যক্রম পরিচালিত হয়। শেষের দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতে হস্তান্তর করা হয়। সেখানেই ২৬ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানি হয়েছে। মামলায় ৫৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়।

মামলার একমাত্র আসামি ঘোড়াঘাট ইউএনওর বাসভবনের বরখাস্তকৃত মালি রবিউল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। তার উপস্থিতিতেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা হচ্ছে। ২০২০ সালের ১ সেপ্টেম্বর রাতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহেদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা হয়।

এ ঘটনায় ওয়াহেদা খানমের ভাই পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দীন শেখ বাদী হয়ে পরের দিন ঘোড়াঘাট থানায় মামলা করেন।

মামলায় বলা হয়, সরকারি বাসভবনে ঢুকে তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায় উপজেলা পরিষদের তখনকার মালি রবিউল ইসলাম।

এ বিভাগের আরো খবর