দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে শ্রমিক মাসুদ মাঝিকে খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
নগরীর বাকলিয়া এবং ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে ও গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে তোলা হয়।
গ্রেপ্তার দুজন হলেন বাকলিয়া থানা এলাকার আমিন হাজি রোডের বাসিন্দা মো. সোহাগ এবং একই থানার তক্তারপোল এলাকার বাসিন্দা সাইদুল হোসেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘটনার পর মাসুদের ছেলে বাবুল কোতোয়ালি থানায় একটি এজাহার করেছেন। এরপর থেকে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এর একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরে বাকলিয়া থানার মোজাহের কলোনি থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেয়া তথ্য মতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করে নবীনগর থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া সাইদুলের দেখানো মতে বাকলিয়া থানার হাজি আমিনুর রহমান সড়কে হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এর দক্ষিণ পাশের খালি জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুড়িটি উদ্ধার করা হয়।’
‘গ্রেপ্তার দুজন জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে। সকাল ১০টার দিকে রাস্তায় গাড়ি রাখা নিয়ে মাসুদের সঙ্গে রাসেলের কথা কাটাকাটির জেরে সন্ধ্যায় এসে তাকে ছুরিকাঘাত করেছে। এতে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।’
গ্রেপ্তার আসামিদের আদালতে তোলা হয়েছে বলে জানান তিনি।