ফরিদপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে গৃহবধূকে তার স্বামী খুন করেছে বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালমারী পৌর এলাকায় মধ্যেরগাতী গ্রামে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
২৫ বছরের ওই গৃহবধূর নাম নূপুর আক্তার। এ ঘটনায় তার স্বামী মুসা মোল্যা পলাতক রয়েছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওয়াহাব শুক্রবার সকালে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘নূপুরের প্রেমিক নাঈম শেখ বৃহস্পতিবার রাতে তার সঙ্গে দেখা করতে এসে তাকে ভাগিয়ে নিয়ে যেতে চায়। এ সময় নূপুরের মেয়ে তার বাবা মুসা মোল্যাকে জানায়। পরে মুসা চাকু নিয়ে নূপুরকে কুপিয়ে মারাত্মক জখম করে।’
তিনি আরও বলেন, ‘আহত নূপুরকে এলাকাবাসী উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল হাসপাতাল হয়ে ঢাকায় নেয়ার পথে রাত ৪টার দিকে মৃত্যু হয় তার।’
ওসি ওয়াহাব আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্বামী মুসা মোল্যাকে আটকের চেষ্টা চলছে।’