রাজধানীর উত্তরা থেকে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যক্তি রাতে গার্মেন্টস শ্রমিকের কাজ করেন। আর দিনে পুলিশ পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেন।
বৃহস্পতিবার বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরে মাস্কাট প্লাজার সামনে থেকে নাসির ফকির নামের এই প্রতারককে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তার বাড়ি গোপালগঞ্জে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন নিউজবাংলাকে বলেন, ‘নাসির আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার ডিউটি রাতে। সারা দিন তার কাজ থাকে না। এই সময়টায় তিনি কোমরে ওয়াকিটকি ঝুলিয়ে পুলিশ পরিচয়ে ঘুরে বেড়ান। আর মানিব্যাগে থাকে পুলিশের ইউনিফর্ম পরা ছবি।
‘এই বেশ ধরে ঘুরে বেড়ানোর সময় সহজ-সরল কাউকে পেলে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তাকে তল্লাশি করেন। এরপর নানামুখী হুমকি দিয়ে তার টাকা-পয়সা হাতিয়ে নেন।’
ওসি মহসীন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিকেলে মাইনুল ইসলাম নামের একজন ডেন্টাল টেকনোলজিস্ট এটিএম বুথে টাকা তুলতে গেলে তার গতিরোধ করেন নাসির। প্রথমে পরিচয় জানতে চান। এরপর তার ব্যাগ নিয়ে অযথা তল্লাশি শুরু করেন।
‘ওই সময় টহল পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে মাইনুল তাদের সব খুলে বলেন। এরপর টহল পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে নাসির একপর্যায়ে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করেন। তিনি এর আগে একই ধরনের অপরাধে মিরপুরেও গ্রেপ্তার হয়েছিলেন।’
উত্তরা পশ্চিম থানায় নাসিরের বিরুদ্ধে মামলা হয়েছে।