বিভাগীয় গণসমাবেশ সফল করতে খুলনা আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে থাকা নেতাকর্মীদের আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গয়েশ্বর বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা। তিনি খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকার একটি বাসায় ছিলেন। সেখানে অভিযান চালিয়ে সাদা পোশাকে থাকা পুলিশ তার সঙ্গে থাকা নেতাকর্মীদের আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহীর।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিউজবাংলাকে জহীর বলেন, ‘নিরাপত্তার কথা চিন্তা করে তাকে (গয়েশ্বর) হোটেলে না রেখে একটি বাড়িতে রাখা হয়। সেখানে তার সঙ্গে দেখা করতে যান কয়েকজন নেতাকর্মী। পরে সাদা পোশাকে এসে পুলিশ তাদের ধরে নিয়ে যায়।’
এ বিষয়ে জানতে সদর থানা পুলিশের ওসিকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন বিএনপি নেতা গয়েশ্বর।
তিনি সেখানে বলেন, ‘চলমান আন্দোলন বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য নয়। যারা গণতন্ত্রে বিশ্বাসী না তাদের হঠানোর আন্দোলন। কর্মসূচিতে যতো বাধা দেয়া হবে, আন্দোলনে ততই সফলতা আসবে।
‘২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা একযোগে কাজ করছে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে, ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না।’
পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারের অন্যায় আদেশ মানা আপনাদের দায়িত্ব না। সার্ভিস রুল অনুসরণ করুন। এই সরকার আপনাদের কোন ক্ষতি করলে ভবিষ্যতে আমরা পুষিয়ে দেব।’