ঢাকার সাভারে পরিত্যক্ত একটি কূপ থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়ার সদরপুর গ্রামের ওই কূপ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয় মরদেহটি।
মরদেহটি ৩২ বছর বয়সী মোছা. পলির বলে দাবি করেছেন তার স্বজনরা। পলি আশুলিয়ায় পলমল গ্রুপের আর. কে-২ নামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলার পুঞ্জিপুতিপাড়া গ্রামে। স্বজনরা জানান, গত ১১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাচিব শিকদার এসব নিশ্চিত করেছেন।
তিনি পলির স্বজনদের বরাত দিয়ে জানান, গত ১১ অক্টোবর কারখানা ছুটির পর অফিস থেকে বেরিয়ে যান পলি। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধারের পর পলির স্বজনদের খবর দেন কারখানার শ্রমিকরা। পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় ৫০ ফুট গভীর কূপ মরদেহটি উদ্ধার করে। তার পরনের কাপড় দেখে মরদেহটি পলির বলে শনাক্ত করে সহকর্মী ও স্বজনরা।
এসআই হাচিব জানান, মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত ও অন্যান্য পরীক্ষা করা হবে মরদেহটির। সে জন্য সেটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে পরিত্যক্ত কুয়ার এত গভীরে মরদেহ আছে- সেটি কীভাবে এবং কে প্রথম জানল, সেটি জানার চেষ্টা করছে পুলিশ। এসআই জানান, বিষয়টি রহস্যজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় কেউ দুর্গন্ধ পেয়ে সন্দেহ থেকে অন্যদের জানায়। এরপর পুলিশে খবর আসে।