কর্মসূচি ঠেকাতে যত বাধা দেয়া হবে, আন্দোলনে তত সফলতা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর বলেন, ‘চলমান আন্দোলন বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য নয়। যারা গণতন্ত্রে বিশ্বাসী না তাদের হঠানোর আন্দোলন। কর্মসূচিতে যতো বাধা দেয়া হবে, আন্দোলনে ততই সফলতা আসবে।
‘২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা একযোগে কাজ করছে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে, ভয়ভীতি দেখিয়ে লাভ হবে না।’
খুলনায় বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা গয়েশ্বর বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করছে বিএনপি। এই সরকার উন্নয়নের নামে সিংহভাগ টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। সরকারের ব্যর্থতা ও লুটপাটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলন করছে, অবৈধ পার্লামেন্ট ভেঙে দেয়ার দাবি জানাচ্ছে।’
খুলনার ট্রান্সপোর্ট মালিকদের বাধ্য করে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আশা করবো তারা রাস্তায় বাস নামাবেন।’
পুলিশের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘সরকারের অন্যায় আদেশ মানা আপনাদের দায়িত্ব না। সার্ভিস রুল অনুসরণ করুন। এই সরকার আপনাদের কোন ক্ষতি করলে ভবিষ্যতে আমরা পুষিয়ে দেবো।’
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও শামসুজ্জামান দুদু, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।