কিশোরগঞ্জ শহরের একটি কওমি মাদ্রাসায় ১০ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগে সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের নগুয়া শেষ মোড় এলাকায় হযরত আবু বকর সিদ্দীক (রা.) কওমি মাদ্রাসা থেকে বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর বাবা কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষককে একমাত্র আসামি করে মামলা করেন। এরপরই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিবুল হাসানের বাড়ি ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওই শিশুর বরাতে তিনি জানান, গত ৩ অক্টোবর রাতে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে তাকে বলাৎকার করেন রাকিবুল। এ ঘটনা কাউকে বলতে নিষেধ করেন তিনি। ছুটিতে বাড়ি গিয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে মায়ের কাছে বলাৎকারের বিষয়টি বলে।
ছেলেটির বাবা মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষকে এ ঘটনা জানান। রাকিবুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে বিষয়টি স্বীকারও করেন।
পুলিশ কর্মকর্তা মোখলেছুর জানান, রাকিবুলকে শুক্রবার আদালতে তোলা হবে।