বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জুয়ায় হেরে নিজেকে ‘অপহরণ’

  •    
  • ২০ অক্টোবর, ২০২২ ২১:১৩

সিআইডি জানায়, বক্কর ঢাকা গিয়ে কিছুদিন পর মোবাইল অ্যাপ ব্যবহার করে কণ্ঠ বদলে বড় ভাই ও মামার মোবাইল ফোনে কল করেন। অপহরণকারী পরিচয় দিয়ে তাদের জানান, বক্করকে তুলে নেয়া হয়েছে; ফিরে পেতে দিতে হবে এক লাখ টাকা।

নীলফামারী সরকারি কলেজে ডিগ্রিতে পড়েন আবু বক্কর সিদ্দিক। তার বাড়ি জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় চৈতন গ্রামে। মাস চারেক আগে অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন তিনি। প্রায় ৭০ হাজার টাকা জুয়ায় খুইয়ে চলে যান আত্মগোপনে। নিজেই কণ্ঠ বদলে বাড়িতে ফোন করে অপহরণের কথা বলে মুক্তিপণ দিতে বলেন।

তবে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি তার। গ্রেপ্তার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে।

ঢাকার সাভার সেনানিবাস এলাকা থেকে গত বুধবার রাতে বক্করকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার নীলফামারীর আদালতের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বক্করের এসব তথ্য বৃহস্পতিবার নিউজবাংলাকে নিশ্চিত করেছেন নীলফামারী সিআইডির পরিদর্শক রেজাউল করিম রেজা।

তিনি জানান, অনলাইন জুয়ায় ৭০ হাজার টাকা লোকসান হওয়ায় বক্কর অপহরণ নাটকের পরিকল্পনা করেন। বাড়ি থেকে বের হয়ে গত ৯ সেপ্টেম্বর পালিয়ে ঢাকায় গিয়ে আত্মগোপন করেন। তার খোঁজ না পেয়ে তিন দিন পর থানায় মামলা করেন বাবা মো. ময়নুল।

ঢাকা গিয়ে বক্কর কিছুদিন পর মোবাইল অ্যাপ ব্যবহার করে কণ্ঠ বদলে বড় ভাই ও মামার মোবাইল ফোনে কল করেন। অপহরণকারী পরিচয় দিয়ে তাদের জানান, বক্করকে তুলে নেয়া হয়েছে; ফিরে পেতে দিতে হবে এক লাখ টাকা।

সিআইডি কর্মকর্তা আরও জানান, এরপর মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডির কাছে যায়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত বুধবার বক্করকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরিদর্শক রেজাউল বলেন, ‘গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন। অপহরণ নাটকের কথা স্বীকার করেছেন। আদালতের নির্দেশে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর