সদর উপজেলার সুলতানসী গ্রামে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ৯ বছরের শিমলা বেগম ও ১০ বছরের রুজিনা বেগম। দুজনই চাচাতো বোন।
হবিগঞ্জ সদরে ঘরেই বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সদর উপজেলার সুলতানসী গ্রামে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ৯ বছরের শিমলা বেগম ও ১০ বছরের রুজিনা বেগম। দুজনই চাচাতো বোন।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
তিনি জানান, শিমলা ও তার চাচাতো বোন রুজিনা ঘরে খেলছিল। তাদের একজন ঘরের লাইটের সুইচ চাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আরেকজন।
বাড়ির লোকজন উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।