নেত্রকোণায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নেতকার্মীরা নেত্রকোণা মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হলে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়।
আসামিদের আইনজীবী আরিফা জেসমিন এসব তথ্য জানান।
কারাগারে পাঠানো নেতকর্মীদের মধ্যে আছেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমেদ খান, সাবেক সহসম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল, নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুল গাফফার তোলন ও জেলা যুবদলের সহসভাপতি ওয়ারেস উদ্দিন ফারাস।
১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় জেলা শহরের ছোটবাজারে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় নেত্রকোণা মডেল থানার এসআই খন্দকার আল মামুন বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখসহ বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমিনুল হক খান মুকুল বলেন, ‘আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। প্রত্যেকে হাইকোর্টের আগাম জামিনে ছিলেন। শনিবার জামিনের মেয়াদ শেষ হবে বলে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।’
তিনি জানান, আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।