বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার সাজেকে চান্দের গাড়ি উল্টে আহত ৮

  •    
  • ২০ অক্টোবর, ২০২২ ১৪:৪০

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, ‘বুধবার সাজেকের হাউসপাড়াতে যেখানে দুর্ঘটনা ঘটেছে, ঠিক একই এলাকায় আজ আবার দুর্ঘটনা ঘটেছে। আহতরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তাদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

এক দিনের ব্যবধানে রাঙ্গামাটির সাজেকের একই এলাকায় চান্দের গাড়ি উল্টে খাদে পড়ে অন্তত আটজন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

সাজেক ইউনিয়নের হাউসপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার সকালে একই এলাকায় চান্দের গাড়ি উল্টে পাহাড়ের খাদে পড়ে এক পর্যটন নিহত হন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘প্রতি বৃহস্পতিবার সাজেকের মাচালং বাজারে বসে হাট। বাজারে আসা স্থানীয়দের নিয়ে বাড়ি ফেরার পথে হাউসপাড়া এলাকায় জিপ গাড়িটি পাহাড় বেয়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ১২ যাত্রীর মধ্যে অন্তত আটজন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে শুনেছি।’

৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতু লাল চাকমা নিউজবাংলাকে বলেন, ‘বুধবার সাজেকের হাউসপাড়াতে যেখানে দুর্ঘটনা ঘটেছে, ঠিক একই এলাকায় আজ আবার দুর্ঘটনা ঘটেছে। আহতরা সবাই স্থানীয়। তারা বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

‘আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তারা রুইলপাড়া, কংলাক পাহাড়ের স্থানীয় বাসিন্দা।’

প্রসঙ্গত, বুধবার সকালে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে সাজেক ইউনিয়নের হাউসপাড়া এলাকায় চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে এক পর্যটক নিহত হন। আহত হন আরও আট পর্যটক।

এ বিভাগের আরো খবর