ময়মনসিংহে বিশ্বজিৎ কুণ্ডু হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক এক আসামিকে সাত বছর পর গ্রেপ্তার করেছে র্যাব।
ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় বৃহস্পতিবার সকালে জানায়, বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৩৫ বছর বয়সী সুমন ওরফে পেটকাটা সুমন ময়মনসিংহ নগরীর পুরোহিতপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-১৪-এর অপারেশন কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদার বলেন, ২০১৫ সালের ২ জুন ভোরে নগরীর গাঙ্গীনারপাড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন বিশ্বজিৎ কুণ্ডু। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে পুলিশ।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে চলতি বছরের ২৫ জুলাই সুমন, কামরুল হাসান ও সারোয়ার হোসেন শাওনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দেয়া হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সুমন।
র্যাব কমান্ডার আরও বলেন, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সুমনের অবস্থান নিশ্চিত হয়ে মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।