ময়মনসিংহের সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে এক ব্যক্তির হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
২৪ বছর বয়সী গ্রেপ্তার মোবারক হোসেন সদরের কুষ্টিয়া ইউনিয়নের বরিয়ান গ্রামের বাসিন্দা। নিহত ৪৫ বছর বয়সী কাশেম আলীর বাড়ি ওই একই গ্রামে।
ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকালে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার বিকেল ৪টার দিকে সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ের অপারেশন কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদার বলেন, ‘গত ৮ অক্টোবর রাত ২টার দিকে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন কাশেম আলী। এ সময় গুরুত্বপূর্ণ কথা আছে বলে কাশেমকে বাড়ি থেকে ডেকে নেন মোবারক হোসেনসহ ১৩ থেকে ১৪ জন।
‘বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে যেতেই কাশেম চিৎকার শুরু করেন। এ সময় তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন সেখানে যেতেই মোবারক ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে কাশেমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘নিহতের মাথা, নাক ও মুখে আঘাতের চিহ্ন ছিল। তাকে কিল-ঘুষি দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৯ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় নিহতের স্ত্রী ৮ জনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।
‘বুধবার বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামির পালিয়ে থাকার অবস্থান নিশ্চিত হয়ে সদর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।’