বাগেরহাটের পূর্ব সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে গাছে উঠে প্রাণে বেঁচে গেছেন ওমর মোল্লা নামের এক জেলে।
বুধবার বিকেলে সুন্দরবনের শ্যালা নদীর নির্গামারী এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা।
৫০ বছর বয়েসী ওমর মোল্লা জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে।
ওমর মোল্লাকে উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে জয়মনি এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সুমন হাওলাদার জানান, সুন্দরবনের চাঁদপাই স্টেশন থেকে পাস নিয়ে সকালে বনের ভেতরে কাকড়া ধরতে যান ওমর।
দুপুরে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরননি। পরে অনেক সময় কেটে যাওয়ার পর তিনি মোবাইলে ফোন করে বাঘের তাড়া খেয়ে গাছে আশ্রয় নেয়ার কথা জানান।
সুমন হাওলাদার বলেন, ‘পরে আমরা বন বিভাগের অনুমতি নিয়ে প্রায় ১০/১২ জন সুন্দরবনের ভেতর যাই। বনের ভিতরে ওমর আলীর অবস্থান শনাক্ত করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। পরে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে তাকে উদ্ধার করে নিয়ে আসি। সে শারীরিকভাবে সুস্থ আছে।’
এ বিষয়ে সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি।’