রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। একজন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া এস এম সুমন বলেন, ‘আমি পল্টন থেকে ধোলাইপাড়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী চৌরাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় হানিফ ফ্লাইওভারের ধোলারপাড় লাইনের উঁচু ফ্লাইওভার থেকে এক যুবক আমার সামনে এসে পড়ে। তখন লোকজন জড়ো হলে কিছুক্ষণ পর পুলিশ এসে আমাকে দিয়ে ঢাকা মেডিক্যালে পাঠায়। তাকে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘যাত্রাবাড়ী থেকে এক পথচারী এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। তবে যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার গায়ে কোনো রক্ত ছিল না, তার পরনে ছিল ফুল হাতা প্রিন্টের শার্ট, বটল গ্রিন গেবাডিং প্যান্ট এবং কোমরের বেল্ট খোলা অবস্থায় ছিল।
‘তাকে নিয়ে আসা পথচারী সুমন বলেছেন সে নাকি হানিফ ফ্লাইওভারের উপর থেকে নিচে লাফিয়ে পড়েছে। বিষয়টি একটু সন্দেহজনক মনে হলে সুমনকে আপাতত ক্যাম্পে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।’