আগামী জাতীয় নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করতে যাচ্ছে বলে ভবিষ্যদ্বাণী করেছেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। দাবি করেছেন, এই দলকে হারাতে পারে, এমন রাজনৈতিক দল বা শক্তি বাংলাদেশে নেই।
বিএনপির লাঠির জবাব লাঠি দিয়ে দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। বলেছেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে তসবি নিয়ে বসে থাকবে না।’
বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডিএন উচ্চ বিদ্যালয়ের মাঠে দলের স্থানীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ক্ষমতাসীন দলের নেতা।
মির্জা আজম বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। কারণ, আওয়ামী লীগকে পরাস্ত করবে এমন রাজনৈতিক দল এবং এমন কোনো শক্তি বাংলাদেশে নাই।’
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে ও নিরাপদে থাকে দাবি করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষকে বট গাছের মতো ছায়া দিচ্ছে। অথচ খুনি জিয়ার ছেলে পাকিস্তানের দালাল তারেক রহমান লন্ডনে বসে দালালি করে আসছে। বাংলাদেশকে ধ্বংসের জন্য নীল নকশা তৈরি করছে।’
বিএনপির নেতাকর্মীদের লাঠি হাতে সমাবেশে না আসার পরামার্শও দেন আওয়ামী লীগ নেতা। বলেন, ‘রাজপথে আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। বিএনপির নেতাকর্মীরা ভবিষ্যতে লাঠি নিয়ে মাঠে নামার চিন্তা-ভাবনা করবেন না। মনে রাখবেন, আপনারা লাঠি নিয়ে মাঠে বের হলে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তসবি নিয়ে মাঠে বসে থাকবে না। আপনাদের লাঠির জবাব, লাঠি দিয়েই দেয়া হবে। তখন কিন্তু পালাবার কোনো পথ খুঁজে পাবেন না।’
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দূর্জয়, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৮ বছর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য আব্দুল আলিম মিন্টুকে সভাপতি এবং হামিদুর রহমান আলাইকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।