নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ সাইফুল্লাহ, বাড়ি চাঁদপুরের মতলব উত্তরে।
তিনি ২০১৯ সালে সিটিটিসির করা এক মামলার আসামি। তিন বছরের বেশি সময় ধরে পলাতক ছিলেন সাইফুল্লাহ।
সোমবার রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান।
এটিইউ জানায়, সাইফুল্লাহ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কাতারে ছিলেন। কাতারে থাকা অবস্থায় তিনি জঙ্গিবাদে জড়িয়ে পড়েন। ২০১৯ সালে সাইফুল্লাহ বাংলাদেশে ফিরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কার্যক্রমে যুক্ত হন।
মোহাম্মদ আসলাম খান জানান, পরে সাইফুল্লাহ ও তার অন্যান্য সহযোগীরা নিজেদের মধ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষে পরিকল্পনা করে আসছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কর্মকাণ্ডের ব্যাপারে জানতে পারে এবং গ্রেপ্তারে সচেষ্ট হয়।
পরে ২০১৯ সালের ৯ জুলাই ডিএমপির সবুজবাগ থানায় মোহাম্মদ সাইফুল্লাহসহ কয়েকজনের নামে সিটিটিসি মামলা করে।
পরে সে মামলায় আদালত পরোয়ানা জারি করে।