ঢাকার সাভারে তৈরি পোশাক কারখানার ফটক খুলে গেলে এর নিচে চাপা পড়ে মারা গেছে পথচারী শিশু। আহত হয়েছে তার সঙ্গে থাকা আরেক শিশু। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে তিনবার এই ফটক খুলে পড়েছে। কারখানা কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে হতাহতের এ ঘটনা ঘটেছে।
আশুলিয়ার শিমুলতলা এলাকার বুধবার দুপুরে ইফুরিয়া নামের কারখানায় এ ঘটনা ঘটেছে।
নিহত ৬ বছর বয়সী ইকরা মনির বাড়ি আশুলিয়ার শিমুলতলা এলাকা। আহত শিশু আলিফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব সিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
আশরাফুল ইসলাম নামে স্থানীয় একজন এই ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে নিউজবাংলাকে বলেন, ‘দুপুরে কারখানায় লাঞ্চ বিরতির সময় সিকিউরিটি গেট খোলার জন্য ধাক্কা দেয়। এ সময় কারখানার গেটটি খুলে গিয়ে বাইরের দিকে পড়ে যায়। বাইরে থাকা দুই শিশু গেটের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে মেয়ে শিশুটি মারা যায়। আরেক শিশুকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমার ভাগনিসহ দুইটা বাচ্চা এক সঙ্গে কারখানার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ কারখানার গেট খুলে পড়ে। আমার ভাগনি দৌড়ে সড়ে গেলেও দুইটা বাচ্চা গেটের নিচে চাপা পড়ে। এর আগেও কারখানার এই গেট দুইবার খুলে পড়ে গিয়েছিল।
‘স্টিলের তৈরি বিশাল গেটটির উপরের অংশে কোনো কনক্রিটের সাপোর্ট তারা তৈরি করেনি। কোনো রকমে গেটটি দাঁড় করানো ছিল। যে কারণে আজকে দুর্ঘটনা ঘটে একটা বাচ্চা মারা গিয়েছে। কারখানা কর্তৃপক্ষের বেখেয়ালির কারণে একটা শিশু প্রাণ হারাল।’
আশুলিয়া থানার এসআই হাচিব সিকদার নিউজবাংলাকে জানান, ঘটনার বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।