বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির সঙ্গে আন্দোলনে ইসলামী আন্দোলনের ‘না’

  •    
  • ১৯ অক্টোবর, ২০২২ ১৭:০৮

‘আমরা আওয়ামী লীগ ও বিএনপিকে একই ঘরানার বলে মনে করি। অতীতে বিএনপির পতন কীভাবে হয়েছে আপনারা জানেন। আওয়ামী লীগও সেই রাস্তায় রয়েছে। আমরা যেহেতু দুর্নীতিমুক্ত ও ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি, সে যদি সময় সুযোগ হয় তখন দেখা যাবে। আমাদের নিয়ত নেই কারও সঙ্গে আন্দোলন করার। আমরা নিজেরাই করছি।’

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন। তারা মনে করে, আওয়ামী লীগ ও বিএনপি একই ধরনের শাসন চালায়। সেখানে ইসলামী দল হিসেবে তাদের থাকার সুযোগ নেই।

বুধবার রাজধানীর পল্টনের একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময়ে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইমতিয়াজ আলম দলের এই অবস্থান তুলে ধরেন।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারসহ বিএনপি যেসব দাবি জানিয়ে আসছে, তার সঙ্গে ইসলামী আন্দোলনের বক্তব্যের মিল আছে। বিএনপি আবার সরকারের সমালোচনাকারী দলগুলোকে একছাতার নিচে এনে তত্ত্বাবধায়কের দাবি আদায়ে আন্দোলনে নামার পরিকল্পনা করছে। গত কয়েক মাসে বিভিন্ন দলের সঙ্গে প্রথম দফা বৈঠক করে এখন দ্বিতীয় দফার সংলাপ শুরু করেছে তারা। তবে ইসলামী আন্দোলনকে দলটি সংলাপে ডাকেনি।

বিএনপির যুগপৎ আন্দোলনের যোগ দেবেন কি না, এমন এক প্রশ্নে চরমোনাইয়ের পীরের দলের নেতা বলেন, ‘আমরা আওয়ামী লীগ ও বিএনপিকে একই ঘরানার বলে মনে করি। অতীতে বিএনপির পতন কীভাবে হয়েছে আপনারা জানেন। আওয়ামী লীগও সেই রাস্তায় রয়েছে। আমরা যেহেতু দুর্নীতিমুক্ত ও ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি, সে যদি সময় সুযোগ হয় তখন দেখা যাবে। আমাদের নিয়ত নেই কারও সঙ্গে আন্দোলন করার। আমরা নিজেরাই করছি।’

অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘আমরা ইসলামী শক্তিগুলোর সঙ্গে মতবিনিময় করছি। যারা দূর্নীতি ও কায়েমী স্বার্থবাদী কোনো রাজনৈতিক দলের লোক ছিল না, তাদের মধ্যে যারা প্রতিশ্রুতি দিচ্ছে যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্দোলন করবে, তবে এখনও জোটের পরিস্থিতি হয়নি।

‘আমরা হয়তো জোট করব না, হয়তো নির্বাচনী সমঝোতা করা হবে। যার জন্য কাজ করা হচ্ছে।’

নির্বাচনী সমঝোতা বলতে কী বোঝায় এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের সঙ্গে ঐকমত্যে আসবে, শর্ত সাপেক্ষে আমরা তাদের সঙ্গে সমঝোতা করব।’

সুষ্ঠু ভোট হলে ইসলামী আন্দোলন কত ভোট পাবে এমন এক প্রশ্নে তিনি বলেন, ‘আমরা ২০০৮ সালে ১ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছিলাম। এখন তো অনেকগুলো বছর কেটে গেছে কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি। আমরা আশা করি, ভালো ভোট পাব ইনশা আল্লাহ। তবে কত ভোট পাব, এটা বলতে পারব না।’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে তো অনেক ভালো ফলাফল করেছে আমাদের দল। অনেকগুলোতে চেয়ারম্যানও হয়েছে। অনেক জায়গায় দ্বিতীয় স্থান লাভ করেছে।‘

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল মজুমদার, মিডিয়া উপকমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবিরও মতবিনিময়ে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর