চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে পিকআপচালকদের সঙ্গে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পণ্য ওঠানামা বন্ধ রেখে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ওই শ্রমিকের মৃত্যু হয়। এ খবরে কাজ বন্ধ রেখে খাতুনগঞ্জের প্রধান সড়কে অবস্থান নেন শ্রমিকরা।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাকে বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারে কাজ করছে।
নিহত মো. মাসুদ খাতুনগঞ্জ পাইকারি বাজারে পণ্য ওঠানামার শ্রমিক হিসেবে কাজ করতেন।
মো. জাহাঙ্গীর আলম নামের এক আড়তদার নিউজবাংলাকে জানান, সোমবার বিকেলে রাসেল নামের এক পিকআপভ্যানচালকের সঙ্গে মাসুদের কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় ১০ থেকে ১২ জন লোক নিয়ে এসে সেখানকার মেসার্স সামিরা ট্রেডিংয়ের সামনে নিয়ে মাসুদকে মারধর ও ছুরিকাঘাত করেন রাসেল। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মাসুদকে ছুরিকাঘাতের ঘটনায় সে রাতেই তিন ঘণ্টা পণ্য ওঠানামা বন্ধ রাখেন শ্রমিকরা। পরে পুলিশ ও শ্রমিকনেতারা বুঝিয়ে তাদের কাজে পাঠান। এর সুরাহা না হওয়ায় মঙ্গলবারও পণ্য ওঠানামা বন্ধ রাখেন শ্রমিকরা। পরে পুলিশ সন্ধ্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বুধবার থেকে কাজে যোগ দেয়ার কথা ছিল তাদের। কিন্তু ১০টার দিকে মাসুদের মৃত্যুর খবর শুনে ফের বিক্ষোভে নামেন তারা।
ছুরিকাঘাতের ঘটনায় মঙ্গলবার সকালে মাসুদের ছেলে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেছেন জানিয়ে পরিদর্শক আতিকুর বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে।’