বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

  •    
  • ১৯ অক্টোবর, ২০২২ ০৯:২৯

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সারবোঝাই মালবাহী ট্রেনটি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সকাল ৮টা ২০ মিনিটে ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করা হয়।’

গাজীপুরের কালিয়াকৈরে উত্তরবঙ্গগামী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৮ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মালবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনটি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর বঙ্গের রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সকাল ৮টা ২০ মিনিটে ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক শহীদুল্লাহ হিরো বলেন, ‘সকাল ৮টা ২০ মিনিটে মালবাহী ট্রেনের ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিভাগের আরো খবর