রাজধানীর হাজারীবাগে মোমবাতি থেকে শাড়িতে আগুন লেগে দগ্ধ দীপালি রানী সাহা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
৬০ বছর বয়সী দীপালি বেসরকারি টেলিভিশন ডিবিসির সম্পাদক প্রণব সাহার বড় বোন।
প্রণব সাহা বলেন, ‘গত ৯ অক্টোবর ছিল লক্ষ্মী পূজা। রাত ৮টার দিকে ঘরে পূজা দেয়ার সময় বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালানো হয় ঘরে। ওই মোমবাতি থেকেই আমার বোনের শাড়ির পেছন দিকে পায়ের নিচ থেকে আগুন ধরে যায়। এতে দিদি দগ্ধ হন। পরে আমার বোনকে দ্রুত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দুইদিন পরে তাকে আইসিইউতে নেয়া হয়। রোববার তাকে লাইভ সাপোর্টে নেয়া হয়।’
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন বলেন, ‘হাজারীবাগ থেকে দিপালী নামে এক নারী এখানে ভর্তি ছিলেন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।’
হাজারীবাগের চেয়ারম্যান গলির একটি বাসায় একমাত্র সন্তান দেবজিৎ সাহাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন দীপালি। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়।
দীপালির স্বামী গণেশ চন্দ্র সাহা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দুই বছর আগে তিনি করোনাভাইরাস শনাক্ত হয়ে মারা যান।