মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাসহ সব শিশু হত্যার বিচার চেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
নগরীর দেওভোগ এলাকায় চারুকলা ইনস্টিটিউট ভবনে মঙ্গলবার বিকেলে আয়োজিত শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এ বিচার দাবি করেন মেয়র।
তিনি বলেন, ‘শেখ রাসেলের জন্মদিনে দাঁড়িয়ে আমরা দাবি করছি, নারায়ণগঞ্জের ত্বকী হত্যার বিচার হোক। যেটি অত্যন্ত আলোচিত হত্যাকাণ্ড। এই শহরে এ রকম আরও অনেক শিশু হত্যাকাণ্ড ঘটেছে। আমরা চাই সকল শিশু হত্যার বিচার করা হোক।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই শেখ রাসেলের হত্যাকারীদের যেভাবে বিচার হয়েছে। তদ্রুপভাবে যেন নারায়ণগঞ্জসহ সারা দেশের শিশু হত্যাকাণ্ডের বিচার করা হয়।’
আইভী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। কারণ মানবতার জননী তিনি। তার কাছে বিচার চেয়ে সবাই বিচার পায়। তাই তার কাছে আমাদের অনেক বেশি দাবি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।