ভারতে পাচারের জন্য সংগ্রহ করা বিপন্ন প্রজাতির দুটি অজগর সাপ গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় মোহন মিয়া নামে ২৭ বছর বয়সী এক সাপুড়েকে আটক করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানার খোরাইদ সাপুড়ে পাড়ার বালা মিয়ার ছেলে।
সোমবার ভোরে অভিযান চালিয়ে গাজীপুর মহানগরীর সদর ও পূবাইল এলাকা থেকে অজগর দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিরল প্রজাতির অজগর দুটি ভারতে পাচারের উদ্দেশে সংগ্রহ করেছিলেন মোহন।
মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-কমিশনার (মিডিয়া) আলমগীর হোসেন।
তিনি জানান, বার্মিজ পাইথন প্রজাতির বিরল এই অজগর গাজীপুর, চট্টগ্রাম ও সিলেটের বনাঞ্চলে পাওয়া যায়।
উদ্ধার করা অজগর দুটির মধ্যে একটির দৈর্ঘ্য ৬ ফুট, অন্যটি প্রায় ১২ ফুট। এ দুটি অজগরকে বন বিভাগের মাধ্যমে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।