কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে হত্যার মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের গ্রেপ্তারের কথা মঙ্গলবার বিকেলে জানায় ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশন) মো. ফারুক আহমেদ।
আসামিরা হলেন ক্যাম্প-১৩-এর ডি/৪ ব্লকের সমশু আলম, একই ক্যাম্পের এফ/১ ব্লকের মাহাবুবুর রহমান, রশিদ আহমেদ ও ক্যাম্প ১৯-এর সি/২ ব্লকের নজির আহমেদ।
এপিবিএন কর্মকর্তা ফারুক জানান, মঙ্গলবার ক্যাম্প ১৩ ও ১৯-এ অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বালুখালীর ক্যাম্প ১৮ ও ১৯ নম্বরে মাঝামাঝি একটি চায়ের দোকানের সামনে গত শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইউনূছ ক্যাম্পের ১৩-এর এফ/২ ব্লকের সাব মাঝি ও একই ক্যাম্পের হেড মাঝি আনোয়ার।
এপিবিএন জানায়, ক্যাম্প ১৮-এর একটি চায়ের দোকানের সামনে এই দুজনকে ছুরিকাঘাত ও কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে মারা যান সাব মাঝি ইউনূছ। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান হেড মাঝি আনোয়ার।
পরদিন আনোয়ারের ভাই উখিয়া থানায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।