বগুড়া শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কারো কোনো বিষয়ে দুর্বলতা পেলে তাকে টার্গেট করেন একদল যুবক। পরে ওই ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায় করাই যুবকদের পেশা।
অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে এবার ওই চক্রের তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানায় র্যাব-১২ বগুড়া ক্যাম্প।
এর আগে গত সোমবার শহরের আকাশতারা এলাকা থেকে ওই তিন যুবককে আটক করা হয়। আটকেরা হলেন- শাকিল হোসেন, জুয়েল রানা ও সাকিব হোসেন। তারা সবাই বগুড়া শহরের নারুলী এলাকার বাসিন্দা।
এ সময় অপহরণের শিকার এক ব্যক্তি ও এক তরুণীকেও উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে বগুড়া র্যাব এবং কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তৌহিদুল মবিন খান জানান, আটক তিনজনসহ উঠতি বয়সের প্রায় ৮ যুবক মিলে ওই অপহরণকারী চক্রটি গড়ে তোলেন।
প্রায় তিন বছর ধরে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের টার্গেট করতো চক্রটি। পরে তাদের দুর্বলতাকে সমাজে প্রকাশ করে দেয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায় করতো।
এভাবে ব্ল্যাকমেইল করে অনেকের কাছ থেকেই মুক্তিপণ আদায় করেছেন গ্রেপ্তার কৃত যুবকরা।
সোমবারের অভিযানে উদ্ধার হওয়া ব্যক্তি ও তরুণী পূর্ব পরিচয়ের সূত্র ধরে শহরের মাটিডালি বিমান মোড়ে একে অপরের সঙ্গে দেখা করেছিলেন। ওই ব্যক্তি বিবাহিত হওয়ায় তাদের তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে চক্রটি। পরে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে শহরে নারুলী আকাশতারার রেললাইন এলাকায় নিয়ে যায়।
র্যাব কোম্পানি কমান্ডার আরও জানান, অপহরণের পর ওই ব্যক্তি ও তরুণীর পরিবারের কাছে ফোনে করে মুক্তিপণ দাবি করে চক্রটি। মুক্তিপণ না পেলে তাদের হত্যার হুমকিও দেয়া হয়। এমন হুমকিতে তরুণীর পরিবার বিকাশের মাধ্যমে ৩ হাজার টাকাও দেয় অপহরণকারীদের।
তবে এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী বগুড়া সদর থানায় জিডি করার পাশাপাশি র্যাবকেও জানান। র্যাব ঘটনাটি জানার পরই প্রযুক্তির সহায়তায় অপহৃতদের অবস্থান নিশ্চিত করে অভিযানে নামে।
এ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারুলী আকাশতারা এলাকার একটি ধানের জমি থেকে অপহৃত ব্যক্তিকে এবং পাশের একটি এলাকা থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়।
এ সময় তিন অপহরণকারীকেও আটক করে র্যাব। তবে চক্রের বাকি সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন বলেন, ‘এ ঘটনায় আটক তিনজনসহ অজ্ঞাত আরও ৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছে। এ ছাড়া আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তরও করেছে র্যাব।’