সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার (ইসি), নির্বাচন কমিশনের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন। বৈঠকে গাইবান্ধা-৫ উপনির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সভাকক্ষে বুধবার বেলা ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে অংশ নিতে সাবেক সিইসি, সাবেক নির্বাচন কমিশনার, সাবেক ইসি সচিব, সাবেক ঊর্ধ্বতন ইসি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, বৈঠকে গাইবান্ধা-৫ উপনির্বাচনসহ নির্বাচন-সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। মূলত নির্বাচন করতে গেলে কী সমস্যার সম্মুখীন হতে হয় এবং তা থেকে উত্তরণে তারা কী পন্থা অবলম্বন করেছিলেন সেসব অভিজ্ঞতা নেয়ার জন্যই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।