বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত লাগোয়া দখলদারদের তালিকা করার কথা জানিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান কমোডর নুরুল আবছার। যারা এতদিন প্রশাসনের সঙ্গে ‘টম অ্যান্ড জেরি’ খেলেছেন তাদের সময় শেষ বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে হোটেল-মোটেল জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দখলদারদের উদ্দেশে তিনি এমন কথা বলেন।
কমোডর নুরুল আবছার বলেন, ‘সবাই বলে পরিকল্পিত কক্সবাজার করবেন। কিন্তু কেউ তা করেন না। সবাই মুখে বলে নিজেদের দায় এড়িয়ে যান। সেই জায়গা থেকে বেরিয়ে আমরা অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদে নেমেছি। যদিও কিছু যন্ত্রপাতির সংকট-সমস্যা রয়েছে, তা কাটিয়ে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’
কক্সবাজারবাসীর উদ্দেশে নুরুল আবছার বলেন, ‘শুধু অবৈধ বা অপরিকল্পিত স্থাপনা নির্মাণে দায়বদ্ধতা প্রশাসনের নয়, এলাকাবাসীরও। যদি তারা সচেতন হয় তাহলে অপরিকল্পিত কিছু এ শহরে হবে না। আমরা চাই এখন থেকে অবৈধ স্থাপনা বা অপরিকল্পিত স্থাপনা নির্মাণে নিরুৎসাহিত করতে।’
স্থাপনা উচ্ছেদের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘এখানে অনেকে জমি পাবেন ৩ একর, কিন্তু তিনি সরকারকে না জানিয়ে নিয়ে ফেলছেন ৬ একর। আর এসব নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ‘টম অ্যান্ড জেরি’ খেলছেন। এটি অতি দ্রুত বন্ধ করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদসহ কর্মকর্তা ও আনসার সদস্যরা।