বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসচাপায় ২ বাইক আরোহী নিহত

  •    
  • ১৮ অক্টোবর, ২০২২ ১১:১৯

ওসি লিয়াকত আলী বলেন, ‘সকালে একটি মোটরসাইকেলে কাজের উদ্দেশে দুইজন মাগুরা শহরের দিকে আসছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে আসা পূর্বাশা নামের একটি পরিবহন ছোট ব্রিজ বাজার এলাকার মোড়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে মাগুরা ফায়ার সার্ভিসের দল এসে মরদেহ দুটি উদ্ধার করে।’

মাগুরায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সদর উপজেলার ইছাখাদা এলাকায় মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের মাঝাইল গ্রামের আলতাফ বিশ্বাসের ছেলে ২৩ বছর বয়সী লিমন বিশ্বাস ও শহর এলাকার পারনান্দুয়ালী গ্রামের আহমেদ মোল্লার ছেলে ২২ বছরের অসীম মোল্লা।

নিহতের স্বজনেরা জানিয়েছেন, লিমন মাগুরা শহরে একটি হোটেলে ও অসীম স্থানীয় ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী নিউজবাংলাকে বলেন, ‘সকালে একটি মোটরসাইকেলে কাজের উদ্দেশে দুইজন মাগুরা শহরের দিকে আসছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে আসা পূর্বাশা নামের একটি পরিবহন ছোট ব্রিজ বাজার এলাকার মোড়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে মাগুরা ফায়ার সার্ভিসের দল এসে মরদেহ দুটি উদ্ধার করে।’

এ সময় মোটরসাইকেল উদ্ধার করলেও পরিবহনটি জব্দ করতে পারেনি পুলিশ।

মাগুরা ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার সোহাগ আলী জানান, সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দেখেন মটরসাইকেল আরোহীরা বেঁচে নেই। এরপর পুলিশকে মরদেহ বুঝিয়ে দেন তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে নিহতের স্বজনদের সাথে কথা হয়েছে। পূর্বাশা পরিবহনটি আটক করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। দুটি মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রয়েছে।’

এ বিভাগের আরো খবর